ঢাকা থেকে এসি ট্যুরিস্ট শীপে টাংগুয়ার হাওড়ে পূর্ণীমা উপভোগ
(০৪ রাত ০৩ দিন)
দর্শনীয় স্থানসমূহ:
০১ দিন : নিকলি / মিঠামইন।
০২ দিন : টাংগুয়ার হাওড়, নীলাদ্রিলেক।
০৩ দিন : যাদুকাটা নদী, বারিক টিলা, রাজাই ঝর্ণা।
দিন ০০ (১০ জুলাই) :
সন্ধ্যা ৬ টায় শিমুলিয়া (কাঞ্চন মেরিনা ঘাট) থেকে জাহাজ ছেড়ে সুনামগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা। মেঘনা নদী ধরে ছুটে চলবে জাহাজ, ১ম রাত জাহাজ এ অবস্থান ।
১ম দিন (১১ জুলাই) :
সকালে জাহাজ নোঙর করবে নিকলী। ছোট ট্রলার এ মিঠাইমইন অলওয়েদার সড়ক ভ্রমন। ফিরে এসে টাঙ্গুয়ার হাওড় এর উদ্দেশ্যে রওয়ানা। ২য় রাতে টাঙ্গুয়ার হাওর এ অবস্থান।
২য় দিন (১২ জুলাই) :
সকালে টাঙ্গুয়ার হাওড় ওয়াচ টাওয়ার এর কাছে জাহাজ নোঙর করবে। ছোট নৌকায় ওয়াচ টাওয়ার ভ্রমন করে, হাওরের পানিতে গোসল শেষ এ জাহাজ এ ফিরে আসা। জাহাজ চলবে নিলাদ্রী লেক এর উদ্দেশ্যে। ডাম্পের বাজার ব্রীজ এর কাছে জাহাজ নোঙর। লোকাল ব্যাটারী অটোতে করে নিলাদ্রী লেক, লাকমাছড়া ভ্রমন (১ অটোতে ৬/৮ জন)। জাহাজ এ ফিরে এসে বার বি কিউ ডিনার। ৩য় রাতে মেঘালয় এর কাছে ডাম্পের বাজার ব্রীজ এ অবস্থান।
৩য় দিন (১৩ জুলাই ) :
খুব সকালে অটো বা ট্রলার এ করে বারিক টিলা, যাদুকাটা নদী ভ্রমন। আমরা অটোতে যদি যাই তাহলে পথে লালাঘাট বা রাজাই ঝর্না ভ্রমন করবো। যদি ট্রলার এ যাই তাহলে লালঘাট বা রাজাই ঝর্না এর পরিবর্তে দক্ষিন এশিয়া এর সর্ব বৃহৎ শিমুল বাগান ভ্রমন করবো। পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিবো কোনটা সুইটেবল হয়। দুপুরের লাঞ্চ এর পূর্বে ফিরে এসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। ৪র্থ রাত এ ঢাকার পথে থাকবে জাহাজ।
শেষ দিন (১৪ জুলাই):
খুব সকালে জাহাজ থেকে শিমুলিয়া (কাঞ্চন মেরিনা ঘাট) এ নেমে যাবো এবং ট্রিপ এর সমাপ্তি।
জাহাজ পরিচিতি :
মোট ডাবল বেড সংখ্যা: ১৭ টি রুম।
মোট ফ্যামিলি বেড সংখ্যা: ৯ টি রুম।
প্যাকেজ মূল্য:
১৮৫০০ টাকা (জনপ্রতি)
আপনার পরিবার বা বন্ধুদেরকে একটি স্মরণীয় সফর উপহার দিন এবং টাংগুয়ার হাওড়ে মনোরম পরিবেশে কর্মজীবনের চাপ মেটান। এখনই বুকিং করুন
Reviews
There are no reviews yet.